ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনিত ‘প্রহেলিকা’। সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত দুই তারকা। তবে মিডিয়ায় প্রহেলিকা ছাপিয়ে উঠে আসছে শাকিব ইস্যু। যা নিয়ে অনেকটা বিব্রত মাহফুজ।
দীর্ঘ চার বছর পর ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ। সাধারণ ভাবেই সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা অনেক। নিজেকে নতুন করে উপস্থাপনের এই যাত্রায় মাহফুজ মিডিয়ার সহযোগিতা পাবেন এটাই তার কামনা। কিন্তু কোথায় যেন একটা সমস্যা সৃষ্টি হচ্ছে!
কয়েকদিন ধরেই দেখা গিয়েছে, টিভি মিডিয়াগুলো তাদের ঈদ আয়োজনে মাহফুজ-বুবলীকে কেন্দ্র করে অনুষ্ঠানমালা সাজিয়েছেন। তাদের নিয়ে তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান। যেখানে আলোচনার বিষয় চয়নিকা চৌধুরীর সিনেমা ‘প্রহেলিকা’। কিন্তু সিনেমার আলোচনাকে পেছনে ফেলে প্রতিবারই ঘুরেফিরে উঠে আসছে শাকিব খান ইস্যু। প্রহেলিকার অভিনেত্রীকে নিয়ে যেখানেই যাচ্ছেন মাহফুজ সেখানেই সাংবাদিকরা প্রশ্ন করছেন বুবলীকে। তার ব্যক্তিগত বিষয়টি টেনে এনে জানতে চাইছেন নানান প্রশ্নের উত্তর। আর এসব দেখে বিব্রত অভিনেতা মাহফুজ। কারণ অনুষ্ঠানে তিনিও একজন গেস্ট, আর এসেছেন প্রহেলিকার প্রচারণায়। অথচ আলোচনায় সিনেমা ও অভিনতা থাকছেন কিছুটা উপেক্ষিত। বরাবরই মূল অনুষ্ঠান চলে যাচ্ছে বুবলীর দিকে।
অনেকেরই অভিযোগ বুবলী-শাকিব ইস্যুর করণে প্রচারণায় পিছিয়ে যাচ্ছে ‘প্রহেলিকা’। যদিও সম্প্রতি ঢালিউড সুপারস্টার কিং খানকে ফোন করেছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। গত বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান নিজেই।
এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। একই সঙ্গে মুক্তি পেয়েছে অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। একই ঈদে দুই তারকার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ নিয়ে শাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’
মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’
কিন্তু সব কিছুর পরেও সিনেমার প্রচারণায় এসে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে দুই তারকাই বিব্রত। সবার অভিযোগের তীর বুবলীর দিকে। এমনকি অভিনেতা মাহফুজও শাকিবকে জড়িয়ে খোঁচা দিয়েছিলেন বুবলীকে।
প্রহেলিকা সিনেমা মুক্তির পূর্ববর্তী প্রচারণার অংশ হিসেবে অন্যরকম এক আড্ডায় শামিল হয়েছিলেন দুই প্রজন্মের তারকাদ্বয়। মাহফুজ-বুবলীর এই প্রাণবন্ত আড্ডার ফাঁকে কথা প্রসঙ্গে বুবলী জানান, মাহফুজ আহমেদের অভিনয় তাকে প্রেম করা শিখিয়েছে। এ সময় তিনি এটিও জানান, মাহফুজ আহমেদ যখন অভিনয় শুরু করেন, তখন নাকি তার জন্মও হয়নি!
বুবলীর এমন তথ্যের তুমুল বিরোধিতা করে মাহফুজ বলেন, ‘বুবলী নিজেকে কম বয়সি প্রমাণ করার জন্য আমাকে বুড়ো বানানোর চেষ্টা করছে।’ এর পরই উঠে আসে প্রেম প্রসঙ্গ। মাহফুজ বুবলীকে বলেন, ‘আমি আর কী প্রেম শেখালাম। তুমি তো প্রথম নায়কেই প্রেম আর বিয়ে সেরে ফেলেছ!’
তখন ছেড়ে কথা বলেননি বুবলীও। তিনি মাহফুজকে প্রশ্ন করেন— ‘আপনি তো অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে সত্যিকারের প্রেমে কতবার পড়েছেন?’
বুবলীর এমন প্রশ্নের জবাবে বুদ্ধিমত্তার পরিচয় দেন মাহফুজ। বলেন, ‘আমি হাজার নায়িকার সঙ্গে কাজ করেছি। নাটক-সিনেমা দুই বাংলাতেই। একাধিকবার মুগ্ধ হয়েছি আমার সহশিল্পীদের রূপে-গুণে। এর মধ্যে অনেকের সঙ্গে শুটিংয়ের ভেতরে ও বাইরে দারুণ সময় পার করেছি। বাট কো-আর্টিস্টের সঙ্গে প্রেম করা বা ঘর করার বিষয়টি কখনো মাথায় আসেনি। তুমি যেমন প্রথম ছবিতেই প্রেম-বিয়ে-সন্তান! আমি এসব কল্পনাতেও আনিনি কখনো। কারণ আমার কাছে তখন থেকে এখনো মনে হয়, কো-আর্টিস্ট মানে সহপাঠী। তারা বন্ধু হতে পারে। এর বেশি কিছু তো না।’
উল্লেখ্য, প্রহেলিকা-তে মাহফুজ-বুবলী ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।