গাজীপুর অফিস: শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বোর্ড বাজার শাখার ‘‘সম্পদ ও আত্মার পবিত্রতা রক্ষায় রমজানের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।
শাখা প্রধান মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রুরাল ডেভেলপম্যান্ট ডিভিশন-আশেক আহমদ জেবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ হাফিজুর রহমান খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আব্দুল করিম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ্্ আল-মামুন মন্ডল।
এছাড়াও গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডাঃ আনোয়ারা আহম্মেদ, নারী উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন “ক্লাসিক জোন” এর সত্ত্বাধিকারী শারমীন আক্তার রূপা। বক্তারা ইসলামী অর্থনীতিতে ইসলামী ব্যাংকের ভুমিকা এবং রমযানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলেচানা করেন।