টঙ্গীতে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ

Slider ফুলজান বিবির বাংলা
Exif_JPEG_420

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ শ্রমিকদের ভেতরে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে করেছে।

সোমবার(২৬জুন) বিকাল ৫টার দিকে টঙ্গীর সাতাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় রোডের ৬০/২ নং প্লটে অবস্থিত ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লি: নামক কারখানায় এই ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়,, কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে শত শত শ্রমিকদের শ্লোগান। এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তাদের আন্দোলন চলছে। আজকে বেতন ও বোনাস দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে।

গেটের বাইরে অপেক্ষমান চাকুরীচ্যুত কোয়ালিটি ইন্সপেক্টর শাওন জানায়, তাকে বিনা কারণে বের করে দেয়া হয়েছে। আমি তিন মাসের বতেন বোনাস পাই। দিচ্ছেনা।

অপারেটর আখি আক্তার বলেন, আমি দুই মাসের বেতন পাই। দেয় না।

অপারেটর হালিমার অভিযোগ, তিন মাসের বেতন পাই। বেতন না দিয়ে বের করে দেয়া হয়েছে।

এ বিষয়ে কারখানার কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে মোতায়েন শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার ( এ এসপি) মোশারফ হোসেন বলেছেন, আজ অর্ধেক বেতন দেয়া হয়েছে। কালকে বাকীটা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *