ঈদযাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে চাপ, কমলাপুরে ট্রেনের বিলম্ব যাত্রা

Slider জাতীয়


ঈদুল আজহার বাকি আর দু-একদিন। গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন মানুষজন। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে বাস টার্মিনাল ও রেলস্টেশনে।

ঈদের আগে শেষ কর্মদিবসে যারা ছুটি নিয়েছেন, মূলত তারাই সোমবার (২৬ জুন) সকালে নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে অফিস শেষে ঘরমুখো মানুষের চাপ আরো বাড়বে।

সোমবার সকাল থেকেই গাড়ী আর ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। ৭টি টোল বুথে নেয়া হচ্ছে টোল। এছাড়া গাড়ীর চাপ রয়েছে গাজীপুরের চন্দ্রায় ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে।

এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। আজও টিকিট ছাড়া ঢোকা যাচ্ছে না প্ল্যাটফরমে।

সরেজমিন দেখা গেছে, এবারের ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইন পদ্ধতিতে চালুর কারণে বিগত সময়ের মতো স্টেশনে রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে সেখানেও তেমন ভিড় নেই। সহজেই টিকিট কেটে গন্তব্যে যেতে পারছেন তারা। স্টেশনে ঢুকতে তিনটি তল্লাশি চৌকি পার হতে হচ্ছে যাত্রীদের। স্টেশনের ভেতরে নেই হট্টগোল। টিকিটধারীরা নির্ধারিত ট্রেন এলেই উঠছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *