টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর সাতাইশে বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলায় আহত শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা নিহত হয়েছেন।
আজ রবিবার (২৫) জুন রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সুয়েটার লিমিটেডের সামনে তিনি সন্ত্রাসী হামলায় আহত হন।
হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন জানান, সন্ত্রাসী হামলায় আহত শহিদুল ইসলাম হাসপাতালে মারা গেছেন।
২০ জুন থেকে প্রিন্স জ্যাকার্ড সুয়োটার লি: কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে। রবিবার (২৫ জুন) তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকরা আবার বিক্ষোভ করে। এসময় শহিদুল ইসলাম শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে সমস্যা সমাধানের জন্য এলে সন্ত্রাসী আক্রমণের শিকার হন।
তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।