বিসিবি থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের বিপিএল হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সেই সময় কিছুটা পেছাতে পারে। তাই, প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে বিপিএল।
বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার বিসিবিতে সভা শেষে বলেন, ‘প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে একটি উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলংকা সিরিজ আছে।’
তবে টুর্নামেন্ট শুরুর সময় পেছালেও প্লেয়ার্স ড্রাফট আগেই শেষ করতে চায় বিসিবি। প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট হয়। এ বছর নিউজিল্যান্ড সিরিজের আগে সেপ্টেম্বরেই ড্রাফট শেষ করতে চায় বোর্ড।
সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গত মৌসুমে বিপিএল আয়োজিত হয়েছিল। তবে এবার একটি দল বাড়তে পারে। রাজশাহীর জন্য এরই মধ্যে দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।