ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সে আগুন লেগে ৭ জন নিহত- আহত ১

Slider জাতীয়


ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার উপর অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে মর্মান্তিকভাবে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকে। কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়ে এপ্রোচের সাথে ধাক্কা লাগে এবং আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো : আবু. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে আঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি। এদিকে ঘটনাস্থলে এসে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশগুলো পুড়ে নাড়িভুড়ি বেরিয়ে হাড়গুলো শুধু অবশিষ্ট রয়েছে। লাশের পড়া গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে।এর মধ্যে ১ জন শিশুর লাশ রয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জীবন নামে এক রেল শ্রমিক জানান, হঠাৎ করে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা এগিয়ে যাই।কিন্তু আগুনের তাপে নিকটে যাইতে পারিনি। মুহূর্তেই যাত্রীরা পুড়ে মারা যায়।কোন চিহ্নই নাই। এদিকে এত আকস্মিকতায় যে আগুনে যাত্রীরা মারা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৫/৭ মিনিটের মধ্যেই সবাই পুড়ে আঙ্গার হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *