মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ-গত ২৩ জুন,শুক্রবার ছিল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। অন্যান্য স্থানের মত বগুড়াসহ উত্তরাঞ্চলের দিবসটি পালনে বগুড়া জেলা আওয়ামীলীগ দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে।কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (২৩ জুন) দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সর্বপ্রাচীন একটি রাজনৈতিক সংগঠন।তিলে তিলে এই সংগঠনটি গণমানুষের অধিকার আদায়ে লক্ষ্যে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছে এই সংগঠনটি। তিনি আগামীকাল শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ সফল করার জন্য উপস্থিত সকল নেতাকর্মীকে আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপিও বক্তব্য রাখেন।কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ নেতা এড. আব্দুল মতিন ,এড. মকবুল হোসেন মুকুল, এড.আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেন, এড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এমএ বাসেত, ম আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান শফিক,অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্য এক খবরে জানা যায়, বগুড়ার শাজাহানপুর বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক, হোসেন শরীফ মনির, জুলকার নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগন।