হিলি (দিনাজপুর): অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় রাজেশ চৌধুরী (২২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (০৪ জুলাই) দুপুর ১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট থেকে তাদের আটক করা হয়।
এ সময় অবৈধ পারাপারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। তারা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাম চৌধুরীর মেয়ে পার্বতী রানী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নিতাই চৌধুরীর ছেলে শংকর রায় চৌধুরী।
আটক রাজেশ চৌধুরী ভারতের মালদহ জেলা সদরের সাহাপুর গ্রামের শ্যামলাল চৌধুরীর ছেলে।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে রাজেশ চৌধুরী, পার্বতী রানী ও শংকর রায় চৌধুরী ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্য তাদের আটক করে। তাদের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রাজেশ চৌধুরীকে এবং অবৈধ পারাপারের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়।
বাংলাদেশি দু’জন কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দিতে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।