দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে সরকার : খালেদা জিয়া

Slider জাতীয় টপ নিউজ

53171_DSC_6085
গ্রাম বাংলা ডেস্ক: অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ সরকার কৃষি ব্যবস্থার উন্নয়ন না করে দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাই ঈদের পর নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত কৃষিবিদ সমাবেশ ও ইফতার মাহফিলে এ আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়া বলেন, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার জন্য। তাই পেশাজীবীদের বলব, আসুন ঈদের পর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াইতে নামি।
রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন। এতে এ্যাবের আহবায়ক আনেয়াররুন নবী মজুমদারসহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষিবিদরা অংশ নেন।
ইফতারের আগে বাংলাদেশসহ মুসল্লিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত হয়।
দেশের অবস্থা তুলে ধরে বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ কী অবস্থায় আছেন, পেশাজীবীরা জানেন। এই সরকার জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না। তারা জোর করে অবৈধভাবে ক্ষমতায় বসেছে। দেশের মানুষ এদের ওপর অতিষ্ঠ হয়ে গেছে।
বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, গুম-খুনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে। প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। তাই এই জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
বিএনপি সরকারের আমলে কৃষি উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে পরনির্ভর এবং আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। কৃষি অর্থনীতি ও কৃষকদের উন্নয়নে তারা কিছুই করছে না।
তিনি বলেন, আমরা প্রথমবার সরকার গঠণ করেই কৃষির উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছিলাম। কৃষকদের শতকরা ২ ভাগ সুদে কৃষি ঋণ, স্বল্পমূল্যে সার সহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করেছে। বিএনপির আমলেই ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা ও ৫ হাজার টাকা ঋণ মওকুফ করেছিল। কিন্তু এ সরকারের আমলে বিনামূল্যে সার দেয়ার কথা বলা হলেও তা নিয়ে প্রতারণা করছে। তারা কিছুই করছেনা।
খালেদা জিয়া বলেন, এ সরকারের আমলে শুধু কৃষি নয়, শিল্প কারখানায়ও একই অবস্থা। সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি কিছুই নেই। শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। কৃষক ফসলের ন্যায্য মূল্য পায় না।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অবৈধ সরকার খুন গুম চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কর্তব্য। অবিলম্বে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান খালেদা জিয়া।
ইফতার মাহফিলে খালেদা জিয়ার সাথে এক টেবিলে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ইবরাহিম খলিল, বিএডিসির সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শাহ মোহাম্মদ ফারুক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম এ ফারুক, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল করীম ওয়াহিদী, এ্যাব’র আহবায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেন, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের সেলিম ভুঁইয়া, জিয়া ফাউন্ডেশনের ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।
এ্যাব নেতাদের মধ্যে সদস্য সচিব হাসান জাফর তুহিন, কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, অধ্যাপক সৈয়দ গোলাম হাফেজ কেনেডি, অধ্যাপক সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শামসুর আলম তোফা, আসাদুজ্জামান কিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও আখতার হোসেন খান প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন ড. আর এ গণি, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল আলম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আসাদুল করীম শাহিন, সুলতান সালাহউদ্দিন টুকু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *