শাকিবের ‘প্রিয়তমা’র লুকটি কী সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকারের?

Slider বিনোদন ও মিডিয়া

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। যা আসছে ঈদে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সিনেমায় শাকিবের লম্বা চুলের লুকটি। যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তবে এর মাঝেই কথা রটেছে, শাকিবের এই লুকটির সঙ্গে মিলে যায় বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’র সঙ্গে। আবার কেউ বলছে, এটি সাগরে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেনের সঙ্গে মিল রেখেই করা। তিনি ‘প্রিয়তমা’র গল্প ও চিত্রনাট্য করেছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই এমন লুকে শাকিবকে পর্দায় হাজির করছেন নির্মাতা হিমেল আশরাফ। আসলেই কী তাই?

উত্তরে এই নির্মাতা বলেন, ‘বিষয়টি আসলে তা না। শাকিব খানের লুকটি যখন প্রকাশ হয় তখন নানা মানুষ নানা কথা বলেছেন। নানা কথা হবে- এটা স্বাভাবিক। আজ যদি অন্য একটি লুকে শাকিব খানকে পর্দায় আনি, তাহলে দেখবেন এখানেও মিল খুঁজে পাওয়ার কথা উঠবে। গল্পের প্রয়োজনে যেমন লুক প্রয়োজন ছিল, সেভাবে এটি সাজানো হয়েছে। এর বেশি কিছুই না।’

ফেসবুকে অনেকেই বলছে, ‘প্রিয়তমা’র গল্পকার নিহত ফারুক হোসেনের প্রতি শ্রদ্ধ রেখে শাকিবের এমন লুক। আর সিনেমাটিও নাকি তাকে উৎসর্গ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে হিমেল আশরাফ বলেন, ‘না এমন কিছু না। তবে ফারুক আর আমি দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। তার সঙ্গে আমার সম্পর্কটাও বহুদিনের। এই ছবির গল্পটি তার লেখা। আপনি যখন নানা মানুষজনের সঙ্গে চলাফেরা করবেন, তখন আপনার মনে কিন্তু কারো না কারো চেহারার ছবি আসবেই। হ্যাঁ, ফারুক লম্বা চুল রাখত। এই ছবির চিত্রনাট্য করার সময় হয়তো তার চেহারাটা আমার চোখের সামনে এসেছে। আর মনের অজান্তেই শাকিবের সঙ্গে তার লুকটি মিলে গেছে। এটি কাউকে উৎসর্গ করা হয়নি।’

নিহত নাট্যকার ফারুক হোসেনের প্রতি শ্রদ্ধা রেখে ‘প্রিয়তমা’র নির্মাতা বলেন, ‘ফারুক অসম্ভব ভালো মানুষ ছিল। তার গল্প লেখার হাতও চমৎকার। যা ছবি দেখলেই দর্শকরা বুঝবেন। ছবির কাটতি পাওয়ার জন্য মৃত একজন মানুষের নাম ব্যবহার করে প্রচারণা করার কোনো মানে হয় না। এই ছবিতে শাকিবের লুকটি গল্পের প্রয়োজনে এসেছে। এর বেশি কিছুই না।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ফারুক হোসেনের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। শাকিব-ইধিকা পাল ছাড়াও এতে আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

এদিকে, ২০১৫ সালের জুলাইয়ে কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন নাট্যকার ফারুক হোসেন (৩৪)। ঈদের পর কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণসহ পাঁচজনের সঙ্গে নাট্যকার ফারুক হোসেন কক্সবাজার ভ্রমণে যান। সমুদ্র উত্তাল থাকাকালীন তিনি গোসল করতে নামেন। এ সময় উত্তাল জোয়ারের তোড়ে ডুবে যান ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *