মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে অক্টোবরে

Slider জাতীয়


মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী অক্টোবরে চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি বলেন, ‘জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে।’

মেট্রোরেলের লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু বিষয়ে সেমিনারটির আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছে কোম্পানিটি। শুরুতে এই মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করার কথা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত হয়। গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও

পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সবকটি স্টেশন চালু হয়।

সেমিনারে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি ৬-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন।’ মেট্রোরেল ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। স্পট ঠিক

করে দিতে হবে। ঢাকার চারপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে।’ মেট্রোরেলের সামগ্রিক কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদি ইচিগুচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *