সর্বকালের সর্বোচ্চ দামের পথে স্বর্ণ

Slider অর্থ ও বাণিজ্য

বিশ্বজুড়ে নতুন ভিত্তি তৈরি করেছে স্বর্ণ। সাম্প্রতিক সময়ে প্রতি আউন্সের দাম ১৯০০ ডলারের ওপরেই থাকছে। অদূর ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ধাতুটির দর সর্বকালের সর্বোচ্চ হবে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ভ্যানইকের বিশ্লেষকরা এ পূর্বাভাস দিয়েছেন।

স্বর্ণের ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ভ্যানইকের ডেপুটি পোর্টফোলিও ম্যানেজার ইমারু ক্যাসানোভা বলেন, এখন অধিকাংশ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯০০ ডলারের ওপরে থাকছে। আগে যা কখনও দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে নতুন ভিত্তি তৈরি করেছে নিরাপদ আশ্রয় ধাতুটি। ফলে চলতি বছর গড়ে স্বর্ণের দর রয়েছে ১৯৩৩ ডলারে।

বর্তমানে সর্বকালের সর্বোচ্চ দামের পথে রয়েছে স্বর্ণ। গত বছর যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়। পরে তা নিয়ন্ত্রণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন মুদ্রানীতি গ্রহণ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। অবশেষে সেই জায়গা থেকে সরে আসছে তারা।
ক্যাসানোভা বলেন, বিশ্ব ইতিহাসে অদ্যাবধি আউন্সপ্রতি স্বর্ণের সর্বোচ্চ মূল্য উঠেছে ২০৭৫ ডলারে। ২০২০ সালে এ স্তরে পৌঁছে দুঃসময়ের বন্ধু ধাতুটি। আমাদের মতে, বর্তমানে তা সেই পর্যায়েই আছে। বিশ্বব্যাপী সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি দেখতে পাচ্ছি আমরা। সেটা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী থাকবে।

সবশেষ বৈঠকে সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেড। আগামীতে হয়তো আরও দুইবার ২৫ বেসিস পয়েন্ট করে তা বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এরপর দীর্ঘ বিরতি দিতে পারে তারা। সঙ্গত কারণে ডলারের তেজ পড়ে যাবে। বিপরীতে স্বর্ণের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে।

গত মে ছিল মূল্যবান ধাতুটির জন্য সম্ভাবনাময়ী মাস। এসময়ে প্রতি আউন্সের দাম ওঠে ১৯৭০ ডলারে। সর্বকালে যা সর্বোচ্চের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *