কম্বোডিয়ার বিপক্ষে জয়, সাফের দারুণ প্রস্তুতি বাংলাদেশের

Slider খেলা


সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ভালোভাবে সারতেই কম্বোডিয়া সফরে গেছে বাংলাদেশ ফুটবল দল। দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচে জয়ের পর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচেও জয় তুলে নিল বাংলাদেশ।

কম্বোডিয়ার নমপেনে বাংলাদেশের হয়ে স্বাগতিকদের জালে বল জড়ান মুজিবুর রহমান জনি। ডান দিক থেকে তাকে দারুণ এক ক্রস দেন ফয়সাল আহমেদ ফাহিম। বল পেয়ে গোল দিতে কোনো ভুল করেননি জনি। শেষ পর্যন্ত ওই গোলই গড়ে দেয় ব্যবধান। তাতে সাফের প্রস্তুতিও ভালোভাবে সারা হলো হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।

আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ শেষ। আগামীকাল শুক্রবার ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরটি চতুর্দশ। ২০০৩ সালে আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গ্রপের অন্য দিন দল মালদ্বীপ, লেবানন ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *