চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে যুবদল নেতাকর্মীরা নগরীর জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় যুবদলের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া পাঁচজন হলেন মো. মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম প্রকাশ মাসুম (৩৯), মো. ইমন খান (২০), ও মো. মহিউদ্দিন হাসান ইমন (২০)।
জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে কাজিড় দেউড়ির সামেবেশে আসছিল যুবদলের নেতাকর্মীরা। চকবাজার থানাধীন চট্টগ্রাম সরকারি কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর মিছিল নিয়ে কাজির দেউড়ির দিকে যাওয়ার পথে জামাল খান মোড়ে দেওয়ালের স্থিরচিত্র ভাঙচুর করে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ দাবি করেছেন, মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগ পরিকল্পিতভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, তারুণ্যের সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে কাজির দেউড়ির দিকে যাচ্ছিল চান্দগাঁও-বাকলিয়া এলাকার যুবদলের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাঠিসোটা ছিল। চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে তারা। এরপর তারা জামাল খান মোড়ে গিয়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র ও নৌকার প্রতীক ভাঙচুর করে। পরে কাজির দেউড়ির সমাবেশের দিকে চলে যায়।
ওসি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তাৎক্ষণিক অভিযানে ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা করা হবে।