গাজীপুর: মহানগরের একটি চাইনিজ রেস্টুরেন্টে চারটি সামাজিক ও পেশাজীবী সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩ জুলাই) গাজীপুর মহানগরের ফোল স্টপ চাইনিজ রেস্টুরেন্ট ওই অনুষ্ঠান হয়।
গাজীপুর অনলাইন প্রেসক্লাব, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখা, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ও চেতনা গাজীপুর নামের চারটি সংগঠন ওই অনুষ্ঠান করে।
জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সভাপতি এড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও চেতনা গাজীপুরের সহসভাপতি মোস্তফা হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আলহাজ এস এম মুজিবুর রহমান। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন চেতনা গাজীপুরের সভাপতি সাংবাদিক এ কে এম রিপন আনসারী। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মীর মোঃ ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, ভাওয়াল গড় বাাঁচও আন্দোলনের যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাস, গাজীপুর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক ছানাউল্লাহ নূরী, গাজীপুরের সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য,জাতীয় মানবধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সিদ্দিক সরকার, গাজীপুর অনলাইনের সম্পাদক প্রকাশক এম এ কবির, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, গাজীপুর প্রেসেক্লাবের নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, গাজীপুর নাগিরক কমিটির প্রতিনিধি কামরুজ্জামান, চেতনা গাজীপুরের সমাজ কল্যান সম্পাদক কে এ্ইচ শাওন, জাতীয় মানবাধিকার কাউন্সিল কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।