স্কুলজীবন থেকেই তিনি তারকা। ‘দুর্গা’, ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’সহ কলকাতার বেশকিছু সিরিয়ালে অভিনয় করে পরিচিত অর্জন করেন তিনি। তবে ২০১৭ সালে ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয়তা বাড়ে কয়েক গুণ। এখন স্নাতকের তৃতীয় বর্ষে পড়া এ নায়িকা চুটিয়ে কাজ করছেন সিনেমা ও ওয়েব সিরিজে। এই টলিউড অভিনেত্রীর নাম দিতিপ্রিয়া রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রাজনীতি’ ওয়েব সিরিজ।
‘রাজনীতি’ ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে দিতিপ্রিয়া কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে। তাকে প্রশ্ন করা হয়, কোন কাজ করবেন অথবা করবেন না সেই সিদ্ধান্ত কে নেন? এ প্রশ্নের জবাবে দিতিপ্রিয়া বলেন, ‘ছোটবেলায় তো সব সিদ্ধান্ত মা নিতেন। এখন আমি অনেকটা বড় হয়েছি। তাই কেউ কাজের কথা বললে প্রথমেই গল্পের সারমর্ম চেয়ে নিই। যদি সেটা পড়ে ভালো লাগে, তখনই এগোই। না হলে নয়। তবে এখন সব সিদ্ধান্তই আমার নেওয়া।’
যেহেতু অনেক কম বয়স থেকে অভিনয় করছেন, এখনো আপনাকে তাই সবাই ‘ছোট’ বলেই ধরে নেন। সেক্ষেত্রে ‘না’ বলতে সমস্যা হয় না?- এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ছোট হই আর বড় হই, ‘‘না’’ বলা খুবই গুরুত্বপূর্ণ। মন থেকে যে কাজটা করতে পারব না সেটায় রাজি না হওয়াই ভালো। এখনও পর্যন্ত যাদের আমি না বলেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায়নি। তখন আমায় অফার করা চরিত্রটা হয়তো ভালো লাগেনি। আগামী দিনে ভানো কোনো সুযোগ পেলে নিশ্চয়ই কাজ করব।’
ইদানীং আপনার অভিনীত ‘রাশি’ চরিত্রটি নিয়েও চর্চা হচ্ছে- এ বিষয়ে দিতিপ্রিয়া বলেন, ‘আজকাল অনেকে ফোন করে বলছেন, “আমি কি রাশি ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারি?” সত্যি বলছি, এই জনপ্রিয়তা ‘‘রানি রাসমণি’’ সিরিয়ালটি করার পর এই প্রথম পেলাম। এত বছর পর আমার অভিনীত চরিত্র যে এত চর্চিত হচ্ছে, সেটা শুনতে ভালো লাগছে। আর কৌশিকদার (পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়) সঙ্গে কাজ করা তো এমনিই আমার স্বপ্ন ছিল। ‘‘রাজনীতি’’তে এত ভালো অভিনেতাদের ভিড়েও যে সবাই আমায় আলাদা করে প্রশংসা করছেন, সেটা শুনেই ভালো লাগছে।’
আপনার কলেজজীবন শেষ হওয়ার পথে। তারকা তকমা থাকায় ছেলেরা কি মিশতে ভয় পান? আপনার কাউকে পছন্দ হলে সহজে বলতে পারেন?- এমন প্রশ্নের জবাবে এ তারকা বলেন, ‘স্কুলে এসব ছিল না। নির্দ্বিধায় এসে যে কেউ প্রোপোজ করতে পারত। কিন্তু যত বড় হচ্ছি, আমার মুখটা কেমন গম্ভীর হয়ে যাচ্ছে। যদিও সেটা ওপরে ওপরে, তা-ও অনেকে হয়তো ভয় পায়।’
এই গাম্ভীর্যে কি কোনো উপকার হয়েছে, এ প্রশ্নে দিতিপ্রিয়া বলেন, ‘কিছু কিছু পরিস্থিতি এড়িয়ে যেতে এটা খুবই সাহায্য করে। আবার অনেক সময় বুঝতে পারি পাশের লোকটা আমায় পছন্দ করে। কিন্তু বলতে পারছে না। আর আমি নিজে থেকে হিন্ট দিতে পারি না। সেটা আমার সমস্যা।’
আপনার কাউকে পছন্দ হলে কী করেন?- জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার কখনো প্রথম দেখায় ভাল লাগা তৈরি হয়নি। আমি এখনো পর্যন্ত সম্পর্কে জড়াইনি। কারণ একবার ঢুকে পড়লে বার হওয়া বেশ কঠিন। এখনো পর্যন্ত তেমন কোনো মনের মানুষ পাইনি, কাউকে দেখে মনে হয়নি এই মানুষটাকে ছাড়া চলতে পারব না। যেদিন কোনো মানুষকে দেখে মনে হবে যে সে না থাকলে কষ্ট হবে, সে দিনই সম্পর্কে জড়াব। আর তাছাড়া প্রেমে থাকতে হলে যে দায়িত্ববোধ থাকা দরকার, সেটা আমার এখনো তৈরি হয়নি। যেদিন সেই অনুভূতিটা আসবে, তখন আর কিছু ভাবব না।’