হাতপাখার ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

Slider বরিশাল


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সকাল থেকেই নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় খুলনা ও বরিশাল সিটির ভোট পর্যবেক্ষণ করছেন তারা।

এই হামলাকে ‘আকস্মিক ও বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *