ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Slider জাতীয়


জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুন) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আ. মজিদ (৪৭), সোলায়মান হোসেন (৪৫), সাহেদ আলী (৫৫) ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন (৩০)। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইক যোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহ গামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আ. মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। গুরুতর আহত ইজিবাইক যাত্রী খলিলুর রহমান, হানিফ উদ্দিন ও শফিকুল ইসলামকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর উপজেলার ইটাইল ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন বলেন, আহত নিহতরা শেরপুরের কুসুমহাটি এলাকার একটি পীরের মাজারে যাওয়ার জন্য একটি ইজিবাইকে রওনা হয়। ইজিবাইকটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা মসজিদ এলাকা অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা (ময়মনসিংহ গামী) একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী ক্ষেতে পড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার সময় আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় হতাহতের খবর জানাজানি হলে ইটাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মধ্যে আ. মজিদ ও সোলায়মানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *