চট্টগ্রাম: ‘রাজনীতি এখন পাজেরো গাড়িতে’ বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার (১ জুলাই) প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর স্মরণসভায় মহিউদ্দিন বলেন, বিগত দিনের রাজনীতির সঙ্গে আজকের রাজনীতির তুলনা করার সময় এসেছে। কিন্তু সেই রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির তুলনা হয়না।
তিনি বলেন, রাজনীতি এখন পাজেরো গাড়িতে চড়ে। এখন পাজেরো গাড়িতে করে রাজনীতি হয়। অথচ জহুর আহমদ চৌধুরীরা রাজনীতি করতেন জনমানুষকে সঙ্গে নিয়ে। মানুষের জন্য তাঁরা ঝুঁকি নিতেন। আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তেন।
একই অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ত্যাগের আদর্শ নিয়ে সক্রিয়ভাবে যারা দলের দায়িত্ব পালন করবে না তাদের পদে ছেড়ে দিতে হবে। নতুন করে দল সাজাতে হবে। যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত তাদের সরে যেতে হবে।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জহুর আহমদ চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইসহাক মিয়া, নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ, যুগ্ম সম্পাদক বদিউল আলম, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী ছিলেন। তিনি চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।