ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০০ জন।
শুক্রবার রাত ৭টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলার বাহানগা বাজারের কাছে মালগাড়ির সাথে সংঘর্ষ হলে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের অন্তত ১৫টি বগি। একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়।
ট্রেনটি পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি শালিমার স্টেশন থেকে চেন্নাই কেন্দ্রীয় স্টেশনের উদ্দেশে যাচ্ছিল।
খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জানিয়েছেন, মোট ১৫টি কোচ লাইনচ্যুত হয়েছে। ৩০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি