ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নাশকতার চার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১ জুলাই) বিচারপতি মো. রেজা-উল হক ও মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর দেন।
রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এ চার মামলা দায়ের করা হয়েছিল।
মহাজোট সরকারের আমলে রিজভীর বিরুদ্ধে মোট ১৭টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৯টি মামলায় জামিন পেয়েছেন তিনি।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।