ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার চেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন নিয়ে। ‘কোনো ভক্ত নেই’ বলে মাঝে মাঝেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। অনেকবার এর জবাবও দিয়েছেন।
গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন চিত্র। মঞ্চে অনেক নারীর মাঝে একজনই পুরুষ, তিনি নায়ক জায়েদ খান। নারীরা তার সঙ্গে সেফলি তোলা নিয়ে ব্যস্ত। তিনিও যথাসাধ্য তাদের আবদার পূরণ করে যাচ্ছেন। ভিডিওতে এমনটাই দেখা যায়।
নারী ভক্তদের বিষয়ে এই অভিনেতা বলেন, ‘সবাই আমাকে তার নিজের স্বপ্নের পুরুষ ভাবে হয়তো। যদি বিয়েটা করে ফেলতাম, তাহলে হয়তো এই ক্রেজটা থাকত না। আমি একটা কথা বলি, অনেকে হয়তো এটাকে খারপভাবে ব্যাখ্যা করে। একটা নায়ক বা একটা খেলোয়াড় বা একজন গায়ক, আমি পুরুষদের কথা বলছি—তাদের যদি মেয়ে ফ্যান না থাকে, আর মেয়েরা যদি তাকে দেখে ক্রাস না খায়, আমার মনে হয় সে শিল্পী হওয়ার স্বার্থকতা থাকে না।’
মঞ্চে অনেক নারী মাঝে থাকার অনুভূতি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘ভালোই লাগে। পৃথিবীতে বিপরীত লিঙ্গ সব সময় বিপরীত লিঙ্গকে টানে। আমি তো আসলে সবাইকে দেখি আমার আপন মানুষ হিসেবে, আমার ফ্যান-ফলোয়াড় হিসেবে দেখি। একজন শিল্পী যখন তার এই মানুষগুলোকে দেখে, অনেক সুন্দরীদের মাঝে দেখে। সুন্দরীরা তার সেলফি তুলছে বা তার সাথে কথা বলতে চাচ্ছে, তখন যেকোনো নায়ক বা তারকার জন্য এটা অনেক বেশি আনন্দের। আমি সেই আনন্দটাই ফিল করছিলাম ওখান থেকে। ওরা দূর থেকে আমাকে ঈশারা দিচ্ছে, একটু কাছে আসবে। কেউ একটু সেলফি তুলবে, ভয় পায় তো সবাই, শিল্পীর সাথে কথা বলতে। এ জন্য আমি সবাইকে ইজি করে বলেছি, সবাই একসঙ্গে কাছে এসে দাঁড়াও।’
এই অভিনেতা আরও বলেন, ‘যদি আজকে এখানে আমি বসে থাকতাম, একটা মানুষও সেলফি তুলতে আসেনি। তাহলে আজকে আমাকে সেই কষ্টটা নিয়ে কিন্তু এখান থেকে ফিরতে হতো।’
কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, ‘এগুলো দেখলে আর বিয়ে করতে ইচ্ছে করে না। সবাই পছন্দ করে, সবাই আমার প্রতি আকর্ষণ কাজ করে, থাকুক না। এখনো (বিয়ে নিয়ে) প্ল্যান নাই, আল্লাহ লিখেছে যখন, তখন সবাইকে জানিয়ে ধুমধাম করে এটা করব ইনশাআল্লাহ।’