আবুসাঈদ প্রতিনিধি,গাজীপুর: গাজীপুর শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর,গাজীপুর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫ জন চিকিৎসকের সমন্বয় মোট ২৫ জনের একটি মেডিকেল টিম ফ্রি চিকিৎসা,বিনামূল্যে ওষুধ, ডায়াবেটিস পরীক্ষা, জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষন দাস ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিচালনা করেন। তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার উপস্থিত ছিলেন সকাল ১০ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন গাইনি শিশু অর্থোপেডিক চর্ম ও যৌন বিশেষজ্ঞ আরএম ও মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন লেপ টেকনিশিয়ান নার্স সহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে
প্রায় ১০০০ রুগীকে চিকিৎসা প্রদান করা হয়।