গাজীপুর সিটি করপোরেশনের ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টি ভোটকেন্দ্র পরিদর্শন করে ইসির পর্যবেক্ষক টিম তাদের কাছে কোনো খারাপ খবর নেই বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুরের ধীরাশ্রম এলাকায় জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক টিমের সভাপতি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।
তিনি বলেন, আমার টিমে ১৫ জন সদস্য। তারা তিনভাগ হয়ে এখন পর্যন্ত হয়ে ৭০টার বেশি কেন্দ্র পরিদর্শন করেছে। সার্বক্ষণিক তারা হোয়াটসঅ্যাপে আপডেট দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে ভোট হচ্ছে। আইন- শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো খারাপ খবর আমাদের কাছে নাই।
এর আগে সকাল ৮টা থেকে গাজীপুর সিটিতে ভোট শুরু হয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান এবং অন্য প্রার্থীরাও ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।