বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএ’র পুতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
মঙ্গলবার (২৩ মে) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ ও আহত দুলাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নব নির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময় হঠাৎ মাটিতে পুতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ নিহত ও দুলাল আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি থানচি সীমানায় ঘটলেও এটি রুমা থানার অন্তর্গত। রেমাক্রি প্রাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেএনএ’র পুতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।