মৌলভীবাজারে ঝড়ে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী কালনি ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা ও ঢাকা থেকে সিলেটগামী ওই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন।
এর আগে, লাউয়াছড়া পাহাড়ি এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পড়ে। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে একটি বিশাল আকৃতির গাছ পড়ায় ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
পরে যাত্রীদের উদ্ধার করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে স্টেশনে পাঠিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান পরিচালক ওমর ফারুক।
আরও পড়ুন: ‘ট্রেন খুব ধীরে চলছিল বলেই বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে’
শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানিয়েছেন, ইতিমধ্যে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।
ট্রাফিক ইন্সপেক্টর তৌফিক আহমদ বলেন, ‘আজ সন্ধ্যা নাগাদ উদ্ধার করা যাবে কি না সন্দেহ রয়েছে।’