লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ২ ট্রেনের যাত্রা বাতিল

Slider সিলেট


মৌলভীবাজারে ঝড়ে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী কালনি ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা ও ঢাকা থেকে সিলেটগামী ওই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন।

এর আগে, লাউয়াছড়া পাহাড়ি এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পড়ে। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে একটি বিশাল আকৃতির গাছ পড়ায় ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

পরে যাত্রীদের উদ্ধার করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে স্টেশনে পাঠিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান পরিচালক ওমর ফারুক।

আরও পড়ুন: ‘ট্রেন খুব ধীরে চলছিল বলেই বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে’

শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানিয়েছেন, ইতিমধ্যে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।

ট্রাফিক ইন্সপেক্টর তৌফিক আহমদ বলেন, ‘আজ সন্ধ্যা নাগাদ উদ্ধার করা যাবে কি না সন্দেহ রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *