টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটিকরপোরেশন নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকের প্রার্থীর গাড়ি বহরে টঙ্গীতে হামলার ঘটনা হয়েছে। এতে ৫টি গাড়িভাঙচূর ও ৬জন কর্মী আহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৮টায় টঙ্গীর এরশাদনগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন প্রচারণা করতে করতে এরশাদনগরে যায়। এসময় ঝড় বৃষ্টি শুরু হলে গাড়ি বহর থেমে যায়। তখন অতর্কিতে কয়েকব্যক্তি এলাপাথারীভাবে রড ও লাঠি দিয়ে আঘাত করে ৫টি গাড়ি ভাংচূর করে। এসময় ঘড়ি প্রতকের ৬জন কর্মীও আহত হয় বলে জানিয়েছেন ঘড়ি সমর্থকেরা।
এ বিষয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, অতির্কিতে হামলা করে আমাদের ৫টি গাড়ি ভাঙচূর ও বেশ কয়েকজন সমর্থক-কর্মীকে আহত করেছে নৌকার সমর্থকেরা।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রাথীর পক্ষে একান্ত সচিব এডভোকেট কবীর বিন মাসুম বলেছেন, নৌকার কেউ কোন হামলাা করেনি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।