টাকা কই গেল, প্রশ্ন আজমত উল্লার

Slider গ্রাম বাংলা

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে প্রধানমন্ত্রী সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়েছিলেন। সেই টাকা পরিকল্পনা করে ব্যবহার হলে কোনো নাগরিক সমস্যা থাকত না। অথচ সেই টাকার ব্যবহার হয়নি, সেই টাকা কই গেল? বলে প্রশ্ন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

সোমবার সকালে নগরীর তারগাছ এলাকায় গণসংযোগ শেষে পথ সভায় তিনি এ প্রশ্ন করেন।

আজমত উল্লা খান বলেন, টাকা না থাকলে এক কথা, আর থাকার পর কাজ না করতে পারাটা মেনে নেওয়া যায় না। আজকে নানা সমস্যায় জর্জরিত গাজীপুর মহানগর।

তিনি বলেন, ‘মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সিটি করপোরেশন গঠন করেন নাই। নাগরিক সুবিধা বাড়ানোর জন্যই এই গাজীপুর সিটি গঠন করা হয়েছিল। অথচ নাগরিক সুবিধা না বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। আমি নির্বাচিত হলে আগামীতে নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি ট্যাক্সের বোঝাও কমিয়ে দেব।’

তিনি আরও বলেন, নগরবাসীর অন্যতম সমস্যা হলো বর্জ্য দুর্ভোগ। এর সমাধানকল্পে সরকার থেকে ৭৫০ কোটি টাকা দিয়েছিল। অথচ এর ব্যবহার না হওয়ায় বর্জ্য নিয়ে মহাবিপাকে নগরবাসী। তিনি নির্বাচিত হলে নগরবাসীদের বর্জ্যের দুর্ভোগ থেকে মুক্তি দেবেন। এ বর্জ্যকে সম্পদে পরিণত করবেন।

ভোট চাইতে গিয়ে বর্ষীয়ান এ নেতা বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময় বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে শপথ নিয়েছিলাম, যতদিন বাঁচব, ততদিন মানুষের কল্যাণেই কাটিয়ে দেব।’

মন্ত্রী, এমপি বা দলের পোস্ট পদবির জন্য রাজনীতি করিনি বলে উল্লেখ করে আজমত উল্লা বলেন, ‘রাজনীতি করতে গিয়ে জনগণের ভালোবাসা পেয়েছি। এটাই আমার বড় পাওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *