সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির প্রতিনিধিদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও বলেছেন, আমরাও তাদের কথায় একমত হয়েছি যে- সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন।’
তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আর নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপরেও বর্তায়।’
এসময় ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের ইভিএমের প্রতি আস্থা নেই।’
আগামী জাতীয় নির্বাচন ইভিএমে না করার বিষয়ে সন্তুষ্টির কথা জানান তিনি।