টঙ্গীতে এক দিনে দুটি অগ্নিকান্ড

Slider গ্রাম বাংলা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: শিল্পনগরী টঙ্গীতে একদিনে ৩ ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুটি অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার(৭মে) টঙ্গীতে ওই দুটি অগ্নিকান্ডের ঘটনা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার সময় টঙ্গীর পাগার এলাকায় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিমিটেডে প্রথম অগ্নিকান্ড হয়। ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও সুতা মজুদ ছিল।

এদিকে বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় নামাবাজার বস্তিতেতে ও পাশের তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্র জানায়, মিলগেট নামাবাজার বস্তিতেতে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী। পরে নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭০টি ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। আগুনে কিছু তুলা ও ঝুট পুড়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বস্তিতেতে ও কয়েকটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। উভয় ঘটনায় কোন ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *