নির্বাচনে অংশ নিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৭ মে) সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। বলেন, সংবিধানের মধ্য থেকে বিএনপিকে ছাড় দেবার সুযোগ থাকলে তাও দেয়া হবে।
সকালে সেতু ভবনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা। সভায় দেশের বিভিন্ন সেতুর রক্ষণাবেক্ষণের বিষয় উঠে আসে। সভা শেষে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণ বিএনপির অধিকার। এ ক্ষেত্রে সরকারের দয়ার কোনো বিষয় নেই।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, জয়ী হবার গ্যারান্টি দিবে এমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদালতের মাধ্যমেই শেষ হয়েছে। এটি ফেরত আসার কোনো সুযোগ নেই বলেও জানান সেতুমন্ত্রী।