আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহম এম এ ওয়াদুদের স্ত্রী।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রহিমা ওয়াদুদ।
বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আগামীকাল রোববার সকালে দেশে ফিরবেন। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।