ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের একটি গ্রামে রাতের আধারে মোবাইল ফোনে দেড় শতাধিক নারীর ভিডিও ধারণ করার অপরাধে জুলকার খা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক নারীকেও গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আশিকুর রহমান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এক বছর ধরে শৈলকুপা উপজেলার ওই গ্রামে রাতের আধারে একটি চক্র নারীদের ঘুমন্ত অবস্থায় ভিডিও ও ছবি ধারণ করে আসছিল। ঈদুল ফিতরের রাতে জানালা দিয়ে ছবি তোলার সময় স্থানীয় একজন ওই যুবককে দেখে ফেলেন। তখন ওই যুবক পালিয়ে গেলেও তার মোবাইল ফোনটি ফেলে যান। ওই ফোনে গ্রামের বিভিন্ন বয়সী নারীদের ভিডিও পাওয়া যায়। ফোনটি ২৬ এপ্রিল পুলিশের কাছে হস্তান্তর করেন গ্রামবাসী। ওই ফোনের একটি ভিডিওতে ভিডিও ধারণকারীর হাত দেখা যায়। সেই হাতের সূত্র ধরে ওই যুবককে শনাক্তের দাবি করে পুলিশ।
এ ঘটনায় ওই ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাত শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।
তদন্ত শেষে সাইবার টিম আজ ভোরে ওই গ্রামের আদিল উদ্দিন খার ছেলে জুলকার খা ও একই গ্রামের এক নারীকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছিল।