ডলারের পরিবর্তে ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে টাকায়

Slider সারাদেশ


বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ফ্লাইটের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপন থেকে এই সিদ্ধান্তের কথা জানা গেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে বাংলাদেশে দেশি-বিদেশি সব ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হবে টাকায়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অ্যাভিয়েশন শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, বিশ্বের মাত্র ৪টি দেশ মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। দেশগুলো হলো- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। বিশ্বের বাকি দেশগুলো এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *