ঢাকা: গাজীপুর সিটি নির্বাচনে বিভাগীয় কমিশনারের নিকট আপিল করেও মনোনয়ন ফিরে পেলেন না গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ বিকেলে বিভাগীয় কমিশনার এই সংক্রান্ত আদেশে এই তথ্য জানান।
আদেশে বলা হয়. বাংলাদেশ বাংকের সিবিআই রিপোর্ট ২মে ২০২৩ তারিখ থেকে মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত থাকলেও ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাতিলের সময় সিবিআই রিপোর্ট কার্যকর ছিল। তাই রিটার্নিং অফিসারের বাতিল আদেশ বহাল করে আপিলকারী আবেদন নামঞ্জুর করা হয়েছে। বিভাগীয় কমিশনার তার আদেশে ব্যাংক ঋন পরিশোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবহিত নয় বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত: গাজীপুর সিটি নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র পদে মনোনয়ন দাখিল করেন। ৩০ এপ্রিল জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে তার মায়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসার। আজ জাহাঙ্গীর আলমের আপিল খারিজের পর আপাতত উচ্চ আদালত ছাড়া জাহাঙ্গীর আলমের কোন পথ খোলা নেই। ফলে গাজীপুর সিটি নির্বাচনে বর্তমানে ৯জন মেয়র প্রার্থীই প্রতিদ্বন্ধিতা করবেন।