বাংলাদেশ অনন্য উচ্চতায়, যা বিএনপির চোখে ধরা পড়ে না: ওবায়দুল কাদের

Slider রাজনীতি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে, যা বিএনপির চোখে ধরা পড়ে না। কারণ তাদের দৃষ্টি অতদূর পর্যন্ত পৌঁছায় না।’ আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ধারাবাহিকভাবে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাংলাদেশ একের পর এক মাইলফলক অর্জন করেছে। বৈশ্বিক সংকটেও অগ্রগতির ধারা বজায় থাকায় বিশ্বসভায় বাংলাদেশ প্রশংসিত হয়েছে। এমনকি বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শেখ হাসিনা নেতৃত্বের প্রযোজনীয়তার কথা বলেছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রগতিই বিএনপির গাত্রদাহের কারণ। কেননা তাদের সময়ে বাংলাদেশকে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচার বিএনপির মজ্জাগত রোগ। জনগণের টাকা বিদেশে পাচারের যে অপসংস্কৃতি বিএনপি প্রতিষ্ঠিত করেছিল তা নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অগণতান্ত্রিক কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এদেশের জনগণ মেনে নেবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *