কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি আইডি হ্যাক করা হয়েছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, ‘আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়ার কারণে আমার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই অভিযোগ জানিয়েছি। আশা করছি এখন উদ্ধার হবে।’
হিরো আলমের দাবি, দেশের বাইরে থাকা মিঞা আসকর নামের এক ব্যক্তি তাঁর এসব আইডি হ্যাক করেছেন।
তিনি বলেন, ‘মিঞা আসকর নামের যিনি আমার আইডিগুলো হ্যাক করেছেন, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার মনে হয়, একশ্রেণির লোক আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা করিয়েছেন। মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের কিছু লোক এর পেছনে জড়িত আছেন। আমি যাতে কোনো ধরনের যোগাযোগ কারও সঙ্গে করতে না পারি।’
কারা তারা, এমন প্রশ্নে হিরো আলম বললেন, ‘ওই যে একশ্রেণির লোক, যারা আমাকে দেখতে পারেন না।’
আজ ডিবি কার্যলয়ে প্রবেশের আগে হিরো আলম বলেন, ‘কয়েক দিন আগে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আর সেটি কে করেছে তাও আমার জানা। আলী আসকর নামের একজন প্রবাসী এই কাজটি করেছে। তার সঙ্গে আমাদের দেশের অনেকেই জড়িত আছে। বিষয়টি আমি হারুন স্যারকে জানিয়েছি। তিনি বলেছেন আসার জন্য। তার সঙ্গে দেখা করতেই এখন ডিবিতে যাচ্ছি।’