টংগীতে হাজিরা কাটার ভয় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা

Slider গ্রাম বাংলা

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি ট্রেক্সটাইল কারখানা খোলা রেখেছে কতৃপক্ষ।

সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়েই কাজে যোগ দিয়েছেন।

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে।গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি।আজ(সোমবার) ভোর ৬টার দিকে বাসায় যাই।এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতি বছর মে দিবসেই কারখানা আজ খোলা রাখা হয়।আজকের ছুটি আগামী ঈদ উল আযহার ছুটির সাথে যোগ করা হবে।আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে।

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, আজ আমাদের কারখানা বন্ধ।আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম।শ্রমিকরা কেনো আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী জোন) মো.ওসমান গনি বলেন,খোলা রাখার বিষয়টি জানা ছিলো না।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন,মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানাটি খোলা রাখার বিষয়ে আমার জানা ছিলো না।আমি কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *