রাজবাড়ীর পাংশায় বৃষ্টিপাতের সঙ্গে পড়েছে পাঁচ কেজি ওজনের একটি শিলা। আজ শনিবার বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় শিলাটি পড়ে ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে চান্দুর মোড় এলাকায় হঠাৎ বিশাল একটি শিলা পড়ে। স্থানীয় বাসিন্দারা শিলাটি উদ্ধার করে ওজন দিলে এটি পাঁচ কেজি বলে জানা যায়।
এ ঘটনায় পুরো পাংশায় আলোচনার ঝড় তৈরি হয়েছে। অনেক উৎসুক জনতা শিলাটি দেখতে ভিড় করছেন। এত বড় শিলা তারা কখনো দেখেননি বলেও জানান।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখেছে। সেটি শিলা বলেই তারা নিশ্চিত করেছেন। তবে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। এছাড়া আর কোন কোন এলাকায় শিল বৃষ্টি হয়েছে, ফসলের কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

