মার্ট ফরিদপুর বিনির্মাণে আমাদের করণীয় ও কর্ম পরিকল্পনা নির্ধারণ বিষয়ক” কর্মশালা ‌ অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা


মাহমুদুর রহমান (তুরান)ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজন ও জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট ফরিদপুর বিনির্মাণে আমাদের করণীয় ও কর্ম পরিকল্পনা নির্ধারণ বিষয়ক” এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীসহ জেলার ৯টি উপজেলার নির্বাহী অফিসার, ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় বক্তারা তাদের বক্তব্য বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী স্মার্ট ফরিদপুর বির্নিমানে জেলা প্রশাসনের পক্ষ হতে ইতিমধ্যে কার্যক্রম গ্রহন করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সকল শ্রেনী -পেশার মানুষের সংমিশ্রণ ঘটাতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবার উচিত এ কাজে সার্বিক সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *