চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দেওয়াট ব্রিজের নিচে একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি সহ মোট ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ পরে তদন্ত করে জানা যাবে।’
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, ‘আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
এরআগে গতকাল রাতে নগরের পাহাড়তলী বাজার বার কোয়ার্টার প্রিমিয়ার ব্যাংকের শাখার বিপরীতে বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।