প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

Slider জাতীয়

PM_Army_Chief_627205841

ঢাকা: সেনাপ্রধান হিসাবে প্রথম কর্মদিবসের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে জাতীয সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

এর আগে রোববার সকালে নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনী। সকাল পৌনে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে তাকে এ সম্মান দেওয়া হয়। এরপর সেনাকুঞ্জের বাগানে তিনি একটি গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান।

তারও আগে সকাল সাড়ে ৯টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নতুন এ সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

ওই দিনই সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১০ জুন তাকে নতুন সেনা প্রধান হিসেবে পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *