গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির গাজীপুর মহানগরের সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।
বুধবার বেলা ১১টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অবস্থিত রিটার্নিং অফিসারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীর সাথে শতাধিক নেতা-কর্মী মিছিল সহকারে অডিটরিয়ামে প্রবেশ করেন। অতঃপর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনযনপত্র জমা দেন ওই প্রার্থী।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের নিয়াজ উদ্দিন বলেন, তিনি আশা করেন নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তবে আচরণবিধি লংঘনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে রিটার্নিং অফিসার মোঃ ফরিদুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মিছিল হয়ে থাকলে আচরণ বিধি লংঘনের বিষয়টি দেখা হবে। কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে কঠোরভাবে নিয়ন্ত্রনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।