রাজধানীর গুলশানের নিজ বাসায় এসএম জাহিদুর রহমান (৪৮) নামে রিয়েল এস্টেট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে রাজধানীর গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
জাহিদুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি পরিবার নিয়ে গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাকির হাসান সৌরভ বলেন, ‘জাহিদুর রহমান রিয়েল এস্টেস্টের ব্যবসা করতেন। ব্যবসায় লস হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তার চিকিৎসা করাচ্ছিলেন পরিবার। আজ ভোরে ফ্যানে সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।’
তিনি আরও বলেন, হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।