ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপদে নুসরাত

Slider বিনোদন ও মিডিয়া


টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ঈদের দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। হালকা গোলাপি পোশাকে হাতে খাবারের প্লেট নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বেশ কিছু ছবি।

ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই খাওয়াদাওয়া।’ কিন্তু এই পোস্টের কারণে তাকে বিপদে পড়তে হয়েছে।

নুসরাতের পোস্টের কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষ, গালিগালাজ করা হয়।

একজন লিখেছেন, ‘তোর আবার কীসের ইদ? মুসলিমের থেকে হিন্দু ধর্ম পছন্দ করিস, তোর আবার কীসের ঈদের দিন?’

আরেকজন লিখেছেন, ‘তোমার আবার ধর্ম কী? তুমি তো হিন্দুকে বিয়ে করেছ।’

অপর একজন লিখেছেন, ‘আর কতো কী দেখবো কে জানে। এরা সেলিব্রিটি হওয়ায় যা খুশি তাই করে। একদিকে ঈদ, আরেকদিকে দুর্গা পূজার অঞ্জলী।’ এরকম নানা মন্তব্য করা হয় নুসরাতের ওই ঈদ পোস্টে।

যদিও এমন ঘটনা নুসরাতের সঙ্গে নতুন ঘটেনি। এর আগেও বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কিংবা ইস্কনে রথের দড়িতে টান দিয়ে বেশ বিপদে পড়ে যান অভিনেত্রী। একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। যদিও এসব নিয়ে কখনো মাথা ঘামাননি নুসরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *