নরসিংদীর রায়পুরার ককটেল মারতে বাধা দেয়ায় জুলহাস মিয়া (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ও টেঁটার আঘাতে আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার সন্ধ্যায় উপজেলার নীলক্ষেত বিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে এবং পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী।
আহতরা হলেন- সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল। প্রথমে তাদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশের গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন যুবক বীরগাঁও গ্রামের জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফোটাতে থাকে। ওই সময় তিনি তাদের ককটেল ফুটাতে বারণ করেন। এতে তারা জুলহাসের উপর ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে তারা দলবল নিয়ে এসে তাকে গুলি করে। এ সময় তার স্বজনরা বাধা দিতে গেলে তাদেরও গুলি করে তারা।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি জেনে বিস্তারিত জানানো হবে।