৬ লাখ মুসল্লির তাকবীরে ধ্বনিত দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান

Slider বাংলার মুখোমুখি


লাখ লাখ মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হলো দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান। এ ময়দানে প্রায় ৬ লাখ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে বলে জানিয়েছে আয়োজকরা।

নির্ধারিত সময় সকাল ৯টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এ জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।

সকাল সাড়ে ৬টা থেকে মুসুল্লিরা মাঠে আসতে শুরু করে। ৯টা বাজার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিচারপতি এনায়েতুর রহিম, তার ভাই সংসদ সদস্য ও জাতীয় সংদের হুইপ এম ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ গোর-এ শহীদ ময়দানে ঈদের নামাজে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *