এবারের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।’
ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সবাই সতর্ক থাকবেন এমন আশা প্রকাশ করে সড়ক মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এই সময়টাতেই দুর্ঘটনা বেড়ে যায়। এই সময় আমাদের খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে স্টেকহোল্ডার ও কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের মনিটরিং সেল আছে।’
এ সময় তিনি আশা প্রকাশ করেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরের দিকে উদ্বোধন করা হতে পরে। তিনি বলেছেন, ‘ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পিত না। এখন সবকিছুর পরিবর্তন ঘটেছে।’